করোনাভাইরাসের শিক্ষার্থীদের পড়ালেখায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
তিনি বলেন,‘‘আমাদের এখন পুরোদমে ক্লাস শুরু হচ্ছে। কোথায় কতটুকু গ্যাপ রয়েছে আমরা সেগুলো খতিয়ে দেখছি। গ্যাপ শনাক্ত শেষে আগের ক্লাসে যতটুকু গ্যাপ রয়েছে নতুন ক্লাসে উঠলেও তাদের পুনরায় আগের কিছু ক্লাস করাবো।’’
সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শুক্রবার (১১ মার্চ) সকালে ‘ব্লেন্ডেড শিক্ষা মহাপরিকল্পনা চূড়ান্তকরণ’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন,‘‘শিক্ষকদের রাজনীতি করলে চলবে না, শিক্ষার্থীদেরকে মানুষের মত মানুষ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোন দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।’’